Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মদনমুরত সরকারী প্রাথমিক বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

ফরম

শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের ছক

 

শিক্ষা প্রতিষ্ঠানের নাম :

৫১নং মদনমুরত সরকারী প্রাথমিক বিদ্যালয়।

সংক্ষিপ্ত বণর্না :

ইউনিয়ন-৭নং বড়ইউড়ি, ডাক:-গুনই, উপজেলা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, ছাদ-টিন, দেয়াল-পাকা, টিউবওয়েল নাই। 

প্রতিষ্ঠাকাল :

১৯৬৮ইং।

ইতিহাস :

মোট বৃত্তি-২১ জন, ট্যালেন্টপুল-০২ জন, টিন সীটের স্কুল ঘর, টিউবওয়েল নাই, সীমানা প্রাচীর নাই। ছাত্র-ছাত্রীর জন্য পযাপ্ত জায়গার অভাব।   

মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা :

২৬০ জন।

ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক) :

শিশু শ্রেণী-৩০ জন, ১ম শ্রেণী-৭১ জন, ২য় শ্রেণী-৫২ জন, ৩য় শ্রেণী-৫২ জন, ৪র্থ শ্রেণী-৩০ জন, ৫ম শ্রেণী-২৫ জন।

পাশের হার :

সবশেষ ২০১১ সালে ১০০%

শিক্ষক ও কর্মচারীর তালিকা :

শিক্ষক পদ-৪ জন, কর্মরত প্রধান শিক্ষক-১ জন, সহকারী শিক্ষক-১ জন, শূন্য পদ-২টি। 

বর্তমান পরিচালনা কমিটির তথ্য :

পুরুষ-০৬ জন, মহিলা-০৫ জন, মোট-১১ জন, সভাপতি-মো: মোজাম্মিল হোসেন।

বিগত ৫ বছরের সমাপনী/

২০০৭ সালে-১০০%, ২০০৮ সালে-১০০, ২০০৯ সালে-৯৪.৪৪, ২০১০ সালে-৭৫%, ২০১১ সালে-১০০%।

পাবলিক পরীক্ষার ফলাফল :

২০০৯ সালে-৯৪.৪৪, ২০১০ সালে-৭৫%, ২০১১ সালে-১০০%।

শিক্ষাবৃত্তির সংখ্যা :

১৯৮৭-১ জন, ১৯৯১-১ জন, ১৯৯৫-১ জন, ১৯৯৯-২ জন, ২০০১-১ জন, ২০০২-১ জন, ২০০৪-১ জন, ২০০৫-২ জন, ২০০৭-২ জন, ২০০৮- ৩ জন, ২০০৯-২, ২০১০- ৪ জন, মোট-২১ জন।   

অর্জন :

সন্তোষজনক, পাশের হার-সন্তোষজনক।

ভবিষ্যত পরিকল্পনা :

বিদ্যালয়টিকে উপজেলায় মডেল হিসেবে গড়ে তোলা।

যোগাযোগ (ই-মেইল এড্রেসসহ)

কিশোর কুমার দাশ, প্রধান শিক্ষক, মদনমুরত সরকারী প্রা: বি:, বানিয়াচং, হবিগঞ্জ, ০১৭৪৫-০২০৮৭৭

ছবি (মেইন গেট soft copy সহ)