Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়

বানিয়াচং, হবিগঞ্জ

স্থাপিত-১৯৮৯ সাল

 

১। বিদ্যালয়টি হবিগঞ্জ জেলাস্থ বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের জন্য বক্তারপুর গ্রামবাসী ২ (দুই) একর জমি দান করলে এবং একই ইউনিয়নের কদুপুর গ্রামের লন্ডন প্রবাসী জনাব আবুল খায়ের সাহেবের প্রচেষ্টায় উনার ছোট ভাই তৎকালীন বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আফরোজ মিয়া সাহেবের অর্থায়নে বিদ্যালয়টি ১৯৮৯ সালের ১লা জানুয়ারী থেকে যাত্রা শুরম্ন করে। বক্তারপুর গ্রামবাসী জমি দান করায় এবং লন্ডন প্রবাসী আবুল খায়ের সাহেব অর্থায়ন করায় বিদ্যালয়টির নামকরণ করা হয় ‘‘বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়’’। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি জনাব আফরোজ মিয়া সাহেব বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রধান শিক্ষক হিসেবে কদুপুর গ্রামের মোঃ হারম্ননুর রশিদ প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি কর্মরত আছেন। বিদ্যালয়টির বর্তমান ছাত্র/ছাত্রীর সংখ্যা ১,১৩২ জন। ৬ষ্ঠ শ্রেণীতে ৩টি শাখা (অনুমোদিত), ৭ম শ্রেণীতে ২টি শাখা (অনুমোদিত), ৮ম শ্রেণীতে ২টি শাখা (অনুমোদিত) আছে। বর্তমানে বিজ্ঞান ও মানবিক শাখা খোলা আছে। এমপিওভূক্ত শিক্ষক ১৪ জন, ১ জন করণিক ও ২ জন দপ্তরীসহ ৪ জন খন্ডকালীন শিক্ষক বর্তমানে বিদ্যালয়ে কর্মরত আছেন। শরীরচর্চা শিক্ষকের পদটি শূন্য আছে। বিদ্যালয়টির পাবলিক পরীক্ষার ফলাফল ও সহ শিক্ষা কার্যক্রম সমেত্মাষজনক।

 

২। প্রতিষ্ঠাকাল-০১/০১/১৯৮৯ইং

 

৩। শ্রেণীভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ

৬ষ্ঠ শ্রেণী

ছাত্র= ১৫৭ জন

ছাত্রী=১৮৯ জন

মোট = ৩৪৬ জন

৭ম শ্রেণী

ছাত্র=১৩৫ জন

ছাত্রী=১৮২ জন

মোট = ৩১৭ জন

৮ম শ্রেণী

ছাত্র=৯০ জন

ছাত্রী=১২৯ জন

মোট = ২১৯ জন

৯ম শ্রেণী

ছাত্র=৪৮ জন

ছাত্রী=৮২ জন

মোট = ১৩০ জন

১০ম শ্রেণী

ছাত্র=৫৬ জন

ছাত্রী=৬৪ জন

মোট = ১২০ জন

 

৪। পাবলিক পরীক্ষার ফলাফলঃ

(ক) এস এস সি পরীক্ষার ফলাফলঃ

সন

অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা

কৃতকার্য ছাত্র-ছাত্রীর সংখ্যা

পাশের হার

জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা

২০০৯

৫৩

৪৩

৮১.১৩%

০২

২০১০

৫৩

৪৯

৯২.৪৫%

০২

২০১১

৬৯

৬৮

৯৮.৫৫%

০৩

২০১২

৮৭

৮৭

১০০%

০৫

২০১৩

৯৩

৮২

৮৮.১৭%

-

 

(খ) জে এস সি পরীক্ষার ফলাফলঃ

সন

অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা

কৃতকার্য ছাত্র-ছাত্রীর সংখ্যা

পাশের হার

২০০৯

৯৯

৮১

৮১.৮২%

২০১০

১১৭

১১০

৯৪.০২%

২০১১

১২৭

১১৭

৯২.১৩%

২০১২

১৬৫

১৩৭

৮৩.০৩%

 

 

 

(গ) জুনিয়র বৃত্তি প্রাপ্তিঃ

সন

কৃতিভিত্তিক

সাধারণ

মোট

২০০৮

০১

০৩

০৪

২০০৯

০২

০২

০৪

২০১০

০৩

০২

০৫

২০১১

০৫

০৪

০৯

২০১২

০১

০৩

০৪

 

৫। শিক্ষকের তালিকাঃ

  1. হারম্ননুর রশিদ, বিকম, বিএড, প্রধান শিক্ষক।
  2. মোঃ কামাল হুসেন, এমএএমএড, বিএড (১ম শ্রেণী), সহঃ প্রধান শিক্ষক।  
  3. মোঃ মাসুদ মিয়া, বিএ, সিনিয়র শিক্ষক।
  4. হামিদুর রহমান, কামিল, সিনিয়র শিক্ষক।
  5. বিজয় কৃষ্ণ দাশ, বিএ, বিএড, সিনিয়র শিক্ষক।
  6. খলিলুর রহমান, এমএএমএড, বিএড, সিনিয়র শিক্ষক।
  7. হরিপদ দাশ, বিএ (অনার্স), সহঃ শিক্ষক।
  8. জোৎসণা রাণী রায়, বিএ, বিএড, সিনিয়র শিক্ষক।
  9. মোঃ হুমায়ুন কবির, বিএসসি এমএড (গণিত), সহঃ শিক্ষক।
  10. মোঃ আইয়ুব আলী, বিএসসি (বিজ্ঞান), সহঃ শিক্ষক।
  11. উত্তম কুমার বিশ্বাস, কাব্যতীর্থ, সহঃ শিক্ষক।
  12.  মোঃ সোহেল রানা, সহঃ শিক্ষক। (কৃষি) শিক্ষক।  
  13. তহুরা বেগম, বিএসসি (গণিত), সহঃ শিক্ষক।
  14.  সোনালী গোপ, এমকম, বিএড, সহঃ শিক্ষক।

 

 

৬। কার্যকরী কমিটির তালিকাঃ

  1. জনাব মোঃ আফরোজ মিয়া, সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য।
  2. জনাব অধ্যাপক সিরাজুল ইসলাম, কোঅপট সদস্য।
  3. জনাব জামাল মিয়া, অভিভাবক সদস্য।
  4. জনাব আব্দুল মুকিত, অভিভাবক সদস্য।
  5. জনাব কামরম্নজ্জামান, অভিভাবক সদস্য।
  6. জনাব মুছা মিয়া, অভিভাবক সদস্য।
  7. জনাব মহিবুর রহমান, দাতা সদস্য (বক্তারপুর গ্রামের পক্ষে)।
  8. নাদিরা বেগম, মহিলা সদস্য।
  9. জনাব খলিলুর রহমান, শিক্ষক প্রতিনিধি।
  10. জনাব বিজয় কুমার দাশ, শিক্ষক প্রতিনিধি।
  11. জোৎসণা রাণী রায়, শিক্ষক প্রতিনিধি।
  12. মোঃ হারম্ননুর রশিদ, প্রধান শিক্ষক ও সদস্য সচিব।  

 

৭। সাফল্যঃ- ব্রাক কর্তৃক আয়োজিত মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২০০৬ সালে জাতীয়ভাবে তৃতীয় স্থান অর্জন।

 

৮। ভবিষ্যত পরিকল্পনাঃ-

  1. ২০১৪ সাল থেকে বাণিজ্য শাখা খোলা।
  2. ২০১৪ সাল থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণী খোলা।
  3. সকল পাবলিক পরীক্ষর ফলাফল শতভাগে নিশ্চিত করা।